রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
দ্বিতীয় টেস্টে যে স্কোয়াড নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে যে স্কোয়াড নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

সিলেটে ব্যাটিং ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরে বসেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট এখন তাই নাজমুল হোসেন শান্তর দলের জন্য সম্মান রক্ষার লড়াই। হারলেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারের লজ্জায় পড়তে হবে। আগামীকাল সোমবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সেই লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। এবারও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি।

সব ঠিকঠাক থাকলে প্রায় তিন বছর পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে সাদা পোষাকে মাঠে নামবেন ওপেনার এনামুল হক বিজয়। টপঅর্ডারের ব্যর্থতার মেডিসিন হিসেবেই স্কোয়াডে ডাকা হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। পাঁচ টেস্ট খেলা বিজয় ৩২ বছর বয়সে ক্যারিয়ারের নতুন শুরু করবেন জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে।

সিলেট টেস্টের একাদশ থেকে চট্টগ্রামে বাংলাদেশের একাদশে পরিবর্তন স্রেফ এই একটিই নয়। নাহিদ রানা চলে গেছেন পাকিস্তান সুপার লিগে খেলতে। তার জায়গায় সাদা পোষাকে অভিষেকের অপেক্ষায় পেসার তানজিম হাসান সাকিব। নাহিদ রানার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন একজন স্পিনার। এখন একাদশেও একজন বাড়তি স্পিনার নেওয়া হবে নাকি তিন পেসারই থাকবে সেই কৌতূহল জিইয়েই রাখলেন প্রধান কোচ ফিল সিমন্স।

ম্যাচের আগে আজ রবিবার সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘তিন পেসার দুই স্পিনারের একদশ হতে পারে, আবার দুই পেসার তিন স্পিনারও হতে পারে। দুটির যে কোনোটি হতে পারে। আপনাকে সুনির্দিষ্ট করে বলতে পারব না। অবশ্যই আমাদের ভাবনায় আছে, তবে চূড়ান্ত সিদ্ধানত নেব আজকে পরে।’

অবশ্য বাংলাদেশের বোলিং আক্রমণের ধারণা পাওয়া গেলো সিমন্সের পরের কথাতেই। চট্টগ্রামের উইকেট নিয়ে তিনি বলেন, ‘উইকেট খুবই ভালো মনে হচ্ছে। বেশ শক্ত, মসৃণ এবং কিছুটা শুষ্ক। ম্যাচের পরের দিকে কিছুটা টার্ন আশা করতে পারি, যা আমাদের জন্য সুবিধাজনক হতে পারে।’

টার্নের সুবিধা কাজে লাগাতে যে স্পিনারদের ওপর নির্ভর করবে দল, এটা আর বলার অপেক্ষা রাখে না। যেটা আরো স্পষ্ট করেছিল পেসারের পরিবর্তে স্কোয়াডে একজন স্পিনার নেওয়াতেই। সেক্ষেত্রে দুই পেসার আর তিন স্পিনারের একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

এখন প্রশ্ন হলো সেই তৃতীয় স্পিনারটি কে? সেটা অফস্পিনার নাঈম হাসান হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপে বেন কারান, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামসের মতো বাঁহাতিদের জন্য চট্টগ্রামের এই অফ স্পিনারকেই হয়তো বেছে নিবেন সিমন্স। তাইজুল ইসলাম সিলেট টেস্টে প্রত্যাশিত চেহারায় না থাকলেও তার বাদ পড়ার সম্ভাবনা না বললেই চলে।

বাংলাদেশ দুই পেসার নিয়ে খেললেও পেস আক্রমণে পরিবর্তন আসতে পারে একটি। নাহিদ রানা না থাকায় দলের স্কিলফুল বোলার হিসেবে হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনা তেমন একটা নেই। তবে সৈয়দ খালেদ আহমেদের বদলে টেস্ট অভিষেক হতে পারে তানজিম হাসান সাকিবের। নাহিদ রানার গতির অভাব তিনি পুষিয়ে দিতে পারবেন না বটে, তবে গতি তারও খারাপ নয়।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, মোমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাঈম হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *