রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন নিজেই

কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন নিজেই

গত মার্চে মাঠেই হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। শঙ্কাটাপন্ন তামিম চিকিৎসা শেষে কয়েকদিন পরেই হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে কার্ডিওলজিস্টের শরনাপন্ন হন তামিম। বর্তমানে এখন অনেকটাই সুস্থ দেশসেরা এই ওপেনার। তবে এখনো মাঠে ফেরা হয়নি দেশসেরা তামিমের। কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন নিজেই।

সিঙ্গাপুরে কার্ডিওলজিস্ট দেখানোর পরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুজন স্পোর্টস কার্ডিওলজিস্টের সঙ্গেও পরামর্শ চালিয়ে যাচ্ছেন তামিম। তার বর্তমান অবস্থা ভালো এবং বেশ উন্নতি হয়েছে।

বেশ কয়েকটি ইস্যু নিয়ে গতকাল মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তামিম ইকবাল। সেসময় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে খুবই ভালো আছি। আমার জন্য দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ। তিনমাস পর ইনশাল্লাহ (ফিরবো)।’

এসময় মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে বিসিবিকে দ্রুত সমাধান ও সিদ্ধান্ত জানানোর তাগিদ জানিয়ে মোহামেডানের হয়ে চলতি আসরে নাম লেখানো তামিম বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাথে এভাবে করলে হয় না।’

এ বিষয়ে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তামিম বলেন, ‘বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলাম আসার জন্য, উনি এসেছেন। সাথে আরও ২ জন বোর্ড পরিচালক ছিলেন। লম্বা আলোচনা হয়েছে। বলেছি দ্রুত সিদ্ধান্ত নিন, আমাদের জানান। যেহেতু কাল (আজ) খেলা। আমার মনে হয় খুব দ্রুতই সিদ্ধান্ত দিয়ে দিবেন।’

পরে অবশ্য বিসিবি জানিয়েছে, তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা এ বছর নয়, কার্যকর হবে আগামী বছর। যে কারণে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে তাওহীদ হৃদয়ই থাকবেন মোহামেডানের অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *