রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
ভারত-পাকিস্তানের শিতল সম্পর্ক এবার নতুন মাত্রায়

ভারত-পাকিস্তানের শিতল সম্পর্ক এবার নতুন মাত্রায়

দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগেরও বেশি সময় কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না ভারত আর পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইটা দেখা যায় শুধু বৈশ্বিক আসরেই। অনেকদিন পরে দুই দেশের শীতল সম্পর্ক কিছুটা গলতে শুরু করেছিল। এতেই আবারো দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হওয়ার স্বপ্ন বুনছিল ক্রিকেট প্রেমীরা।

তবে ক্রিকেট প্রেমীদের সেই স্বপ্নে আপাতত লাগাম দিতে হচ্ছে। আবারো দুর্গম হয়ে গেছে সেই পথ। দুই দেশের মাঝে নতুন করে বাধা হয়েছে দাঁড়িয়েছে কাশ্মির ইস্যু।

গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জনের প্রাণহানী ঘটেছে। এই ঘটনার পরে নিকট ভবিষ্যতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা শূন্যে নেমে গেছে। মঙ্গলবারের হামলার পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।

স্পোর্টস টাককে দেওয়া এক সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, ‘আমরা হামলার ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপক্ষীয় সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপক্ষীয় সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো না।’

আইসিসি ইভেন্টে খেলা নিয়ে বিসিসিআইয়ের এই কর্মকর্তা বলেন, ‘আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।’

মঙ্গলবারে কাশ্মীরের পহেলগামে এই হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী। তারা দাবি করেছে, অঞ্চলটিতে ৮৫ হাজার বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *