আইসিসি র‍্যাঙ্কিং : সেরা দশে নাহিদা, উন্নতি হয়েছে শারমিন ও রিতুর

নারী বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের দুই জয়ের অন্যতম নায়ক রিতু মনি। ব্যাট হাতে এক ম্যাচে তাকে আবার সঙ্গ দিয়েছিলেন নাহিদা আক্তার। তবে পুরো টুর্নামেন্টজুড়েই বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের সহ-অধিনায়ক। আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেটারই এবার পুরস্কার পেলেন নাহিদা আক্তার আর রিতু মনি। অন্যদিকে ব্যাটহাতে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন শারমিন আক্তার সুপ্তাও।

গতকাল নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানেই দেখা যায়, বোলারদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। ১০ নম্বরে থাকা নাহিদা এখন তার সেরা অবস্থান থেকে মাত্র ৩ ধাপ দূরে।

অন্যদিকে, ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২১তম স্থানে শারমিন আক্তার সুপ্তা। আর ১৫ ধাপ উন্নতি করেছেন রিতু, বর্তমানে টাইগ্রেস এই পেস অলরাউন্ডারের অবস্থান ৭৩তম।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ জয়ের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন নাহিদা। ৪০ রানে ৪ উইকেট নেন তিনি। পরে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে একটি করে শিকার ধরেন বাঁহাতি স্পিনার। এই পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন নাহিদা। ক্যারিয়ার সেরা ৬১৮ রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি।

একধাপ উন্নতি করে ২২তম স্থানে উঠে এসেছে লেগস্পিনার রাবেয়া খান। ফাহিমা খাতুনের (৪৬তম) উন্নতি দুই ধাপ। সবশেষ তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৯ নম্বরে পেসার মারুফা আক্তার।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। আর ব্যাটারদের মধ্যে শীর্ষে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।

অনেকদিন ধরেই ধারাবাহিক পারফর্মার শারমিন আক্তার। প্রথম ম্যাচেই থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ছিলেন ৯৪ রানে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে করেন ২৪ রান। স্কটল্যান্ডের বিপক্ষে ৭ চারে ৫৭ রানের ইনিংস খেলেন শারমিন। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ১০ চারে ৬৭ রান আসে তার ব্যাট থেকে। পাকিস্তানের বিপক্ষে করতে পারেন ৪টি চারে ২৪ রান।

ব্যাট হাতে আলো ছড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশেও জায়গা করে নেন শারমিন। এবার র‍্যাঙ্কিংয়েও অগ্রগতি হলো তার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে দুই ধাপ নিচে নেমে যাওয়া নিগার সুলতানা (১৯তম স্থান)।

ওই তিন ম্যাচে যথাক্রমে ১২, ১৫ ও ৪৮ রান করে বড় লাফ দিয়েছেন রিতু। ৬ ধাপ এগিয়ে ৮৫তম স্থানে মারুফা। মেয়েদের সেরা ওয়ানডে অলরাউন্ডার অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button