হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করেছে বার্নলি। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই তাই উদযাপনে মেতে উঠলো বার্নলির দর্শকরা। কিন্তু কিছুক্ষণ পরেই সেটা মাত্রা ছাড়িয়ে গেলো। উদযাপন করতে করতে তারা ঢুকে পড়লো মাঠের মধ্যেই। এতটুকুও ঠিক ছিল, কিন্তু মাঠে তারা অশোভন আচরণ শুরু করে প্রতিপক্ষ শেফিল্ড ইউনাউটেডের ফুটবলারদের সঙ্গে। চড়াও তাদের উপর। বিশেষ করে বাংলাদেশের পোস্টারবয় হামজা চৌধুরীর উপর।
ডেইলি সান জানিয়েছে, সমর্থকরা একটা পর্যায়ে হামজার একেবারে কাছাকাছি গিয়ে উদযাপন শুরু করে। এসময় বার্নলির খেলোয়াড়রাও হামজার বিপক্ষে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হামজা চৌধুরীও। এসময় চিৎকার করতে দেখা যায় তাকে। এগিয়ে যান বার্নলি সমর্থকদের দিকে।
একপর্যায়ে একজন পুলিশ এসে হামজাকে সরিয়ে নেন। হামজার সতীর্থরাও এসময় এগিয়ে আসেন তাকে নিরাপদে সরিয়ে নিতে।
ঘটনাটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন মুহূর্তে মাঠে ঢোকার নিয়ন্ত্রণ আরও শক্ত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। পুরো বিষয়টি নিয়ে ক্লাব ও ইএফএল তদন্ত শুরু করবে বলে জানা গেছে।
এদিকে বার্নলির বিপক্ষে ২-১ গোলে হেরে সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা হচ্ছে না হামজার শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে ফিরতে এখন প্লে-অফ রাউন্ড খেলতে হবে তাদের। ৪ দলের নকআউট পদ্ধতির প্লে-অফ পর্ব থেকে একটি দল সুযোগ পাবে প্রিমিয়ার লিগে খেলার।
সবশেষ ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচই হেরেছে শেফিল্ড। ৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে হামজার শেফিল্ডের পয়েন্ট এখন ৮৬। অন্যদিকে শেফিল্ডকে হারানোর পর বার্নলির পয়েন্ট সমান ম্যাচে ৯৪। লিডসের পয়েন্টও ৯৪। গোল ব্যবধানে শীর্ষে আছে লিডস, বার্নলি দুইয়ে। তিনে থাকা শেফিল্ডের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা।