মোহাম্মদ আমির – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com খেলার খবর | খেলার দুনিয়া Thu, 24 Apr 2025 19:39:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8 আইপিএল খেলতে পরিচয় বদলালেন মোহাম্মদ আমির https://www.sportsmirrorbd.com/archives/1252 https://www.sportsmirrorbd.com/archives/1252#respond Thu, 24 Apr 2025 18:33:42 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1252 আইপিএল খেলতে পরিচয় বদলালেন মোহাম্মদ আমির। ২০০৮ সালে প্রথমবার মাঠে গড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেই আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ পেয়েছিলেন শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকসহ মোট ১২ জন পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু এরপরই দুই দেশের রাজনৈতিক বৈরিতার জন্য আইপিএলে নিষিদ্ধ হয় পাকিস্তানের ক্রিকেটাররা। এরপর গত দেড় যুগেও আইপিএলে খেলেনি কোনো পাকিস্তানি …

The post আইপিএল খেলতে পরিচয় বদলালেন মোহাম্মদ আমির appeared first on Sports Mirror BD.

]]>
আইপিএল খেলতে পরিচয় বদলালেন মোহাম্মদ আমির। ২০০৮ সালে প্রথমবার মাঠে গড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেই আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ পেয়েছিলেন শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকসহ মোট ১২ জন পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু এরপরই দুই দেশের রাজনৈতিক বৈরিতার জন্য আইপিএলে নিষিদ্ধ হয় পাকিস্তানের ক্রিকেটাররা। এরপর গত দেড় যুগেও আইপিএলে খেলেনি কোনো পাকিস্তানি ক্রিকেটার। তবে দেড় যুগ পরে পরিচয় বদলে আইপিএলে খেলার স্বপ্ন দেখছেন মোহাম্মদ আমির। নতুন পরিচয়ে পাকিস্তানের এই পেসার টুর্নামেন্টটির পরের আসরেই সুযোগ পাওয়ার আশায় আছেন।

যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলতে চান মোহাম্মদ আমির। মূলত আমিরের স্ত্রী নারজিস যুক্তরাজ্যের নাগরিক। বাঁহাতি এই পেসারের আশা সেই সূত্রে আগামী বছরের আগেই তিনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন। আর সেটি নিয়েই আইপিএলে নাম লেখাবেন আমির।

বাঁহাতি এই পেসার বলেন, ‘সত্যি বলতে যদি সুযোগ পাই আমি আইপিএলে খেলব। আমি এটা খোলাখুলিই বলছি। কিন্তু যদি সুযোগ না পাই, তাহলে আমি পিএসএলে খেলব। আগামী বছরের মধ্যে, আমার আইপিএলে খেলার সুযোগ হবে এবং যদি সুযোগ দেওয়া হয়, তাহলে কেন নয়?’

চলতি আসরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে আইপিএল আর পিএসএল। একই সঙ্গে চলছে দুই দেশের টুর্নামেন্ট। তবে এর কারণ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘরের মাঠের এই আসরের জন্য পাকিস্তান কিছুটা দেরিতে পিএসএল আয়োজন করেছে। তবে আগামী আসরে এমনটা হবে না বলে মনে করেন না আমির। তাই সুযোগ পেলে পিএসএলেও খেলতে চান তিনি।

আমির বলেন, ‘আমি মনে করি না পরের বছর আইপিএল এবং পিএসএল একই সময়ে হবে। কারণ এই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল। যদি আমাকে প্রথমে পিএসএলে ডাকা হয়, তাহলে আমি আর খেলতে পারব না, কারণ আমাকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হবে।’

The post আইপিএল খেলতে পরিচয় বদলালেন মোহাম্মদ আমির appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1252/feed 0