বৃহস্পতিবার , এপ্রিল ২৪ ২০২৫
Anamul Haque Bijoy

বিজয়ের এক যুগের স্বপ্ন পূরণ

এ বছরই ফেসবুক পেইজে নিজের লেখা ডায়েরির একটি ছবি পোস্ট করেছিলেন এনামুল হক বিজয়। যেখানে লেখা ছিল, ‘২০২৫ এর ওই বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ ১১ বছর ধরে দেখা সেই স্বপ্নটা এবার বাস্তবে পরিণত করলেন এই ওপেনার। লিখলেন এক ইতিহাস- বাংলাদেশিদের মধ্যে স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৫০ সেঞ্চুরির প্রথম এবং একমাত্র মালিক বিজয়।

বিজয়ের এমন কীর্তির দিনে সেঞ্চুরি ছুঁয়েছেন রনি তালুকদার। ডিপিএলে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী ও মোহামেডান। রনি তালুকদারের সেঞ্চুরিতে ৭ উইকেটে অগ্রণী ব্যাংককে হারিয়েছে মোহামেডান। পারভেজ ইমনের ব্যাটে গুলশানের বিপক্ষে আবাহনীর জয় ৫০ রানে। বিজয়ের ইতিহাস গড়া জয়ে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল মোহামেডান আর অগ্রণী ব্যাক। ৪২ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক । দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ইমরুল। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন অমিত হাসান। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন সাইফউদ্দিন। আর ৩ উইকেট শিকার করেন এবাদত হোসেন।

মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। মোহামেডানকে একাই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রনি তালুকদার। সেঞ্চুরি তুলে নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রনি। তার আগে ১০ চার আর ৫ ছক্কায় ১০০ বলে ১২২ রান করেন তিনি। আনিসুল ইসলাম ইমন করেন ৭৫ রান।

অন্যদিকে, নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। মোহামেডানের তরফ থেকে আপিল করা হলে এক ম্যাচ বাকি থাকতে নিষেধাজ্ঞা উঠে গেছে হৃদয়ের।

বিকেএসপির ৪ নম্বর মাঠে এনামুল বিজয়ের সেঞ্চুরিতে জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। লিজেন্ডস অব রূপগঞ্জের ছুঁড়ে দেওয়া ২২৪ রান তাড়া করতে নেমে ৩ উইকেটের হারিয়ে জয় তুলে নেয় গাজী। সেঞ্চুরির দিনে অনন্য রেকর্ড করেছেন বিজয়। সবমিলিয়ে এই মুহূর্তে ৫০ সেঞ্চুরির মালিক তিনি। যা দেশের হয়ে সর্বোচ্চ।

এনামুলের ৫০ সেঞ্চুরির ২৪টি প্রথম শ্রেণির ক্রিকেটে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সেঞ্চুরি ২৩টি আর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩টি। স্বীকৃত ক্রিকেটে ৫০ সেঞ্চুরি করলেও আন্তর্জাতিক ক্রিকেটে সংখ্যাটা কেবল ৩। তিনটি সেঞ্চুরিই তিনি করেছেন ওয়ানডেতে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এনামুলের সর্বোচ্চ স্কোর ২১৬। লিস্ট ‘এ’তে ১৮৪ আর টি-টোয়েন্টিতে ১০৫।

দিনের আরেক ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫০ রানের জয় পেয়েছে আবাহনী। পারভেজ হোসেন ইমনের ৮৩ রানে ভর করে ২৭৮ রান সংগ্রহ করে আবাহনী। জবাবে ব্যাট করতে নেমে ২২৮ রানে থামে গুলশানের ইনিংস। নিহাদুজ্জামানের ৮২ রান ছাড়া বড় স্কোর করতে পারেননি কেউই। এই জয়ে পয়েন্ট টেবিলে ভালোভাবেই নাম্বার একের জায়গা পোক্ত করলো আবাহনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *