সোমবার , এপ্রিল ২৮ ২০২৫
আবারো নিষিদ্ধ তাওহীদ হৃদয় : খেলতে পারবেন না ফাইনাল

আবারো নিষিদ্ধ তাওহীদ হৃদয় : খেলতে পারবেন না ফাইনাল

ডিপিএলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। কম জলঘোলা হয়নি তার নিষেধাজ্ঞা নিয়ে। প্রথমে এক ম্যাচের শাস্তি থেকে বাড়িয়ে করা হয়েছিল দুই ম্যাচ। এরপর আবারো কমিয়ে আনা হয় এক ম্যাচে। তখনই হৃদয়ের শাস্তি বাতিলের কারণে অসন্তুষ্টি প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছিলেন দেশসেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপর আবারো দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলে এই নিয়ে ক্রিকেটাররা একদফা বৈঠক করেন বিসিবি সভাপতির সঙ্গে। সেখান থেকেই সিদ্ধান্ত আসে, হৃদয়ের শাস্তি বহাল থাকছে। তবে তা কার্যকর হবে ডিপিএলের আগামী মৌসুমে।

এ ঘটনা যখন আলোচনায় তখন আবারো নতুন করে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। আবারো আম্পায়ারের সঙ্গে অসাদাচরণ করায় ৪ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন তাওহীদ হৃদয়। ফলে ডিপিএলের অলিখিত ফাইনালে আবাহনীর বিপক্ষে খেলা হচ্ছে না তার।

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে। গাজী গ্রুপের লেগস্পিনার ওয়াসি আহমেদের স্টাম্পের বাইরে পিচ করা বলে তাওহীদ হৃদয় ড্রাইভ করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে কিপারের গ্লাভসে লেগে অন্য ফিল্ডারের হাতে চলে যায়। ফিল্ডিংয়ে থাকা গাজী গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আউট দেন আম্পায়ার। এরপরেই হৃদয় পিচ নিয়ে আম্পায়ারকে অসন্তোষ প্রকাশ করেন।

এ ঘটনার কারনে তাওহীদ হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ম্যাচ শেষে শুনানেত অংশ না নেওয়ায় এ বিষয়ে চূরান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মৌসূমে এ নিয়ে ৮টি ডিমেরিট পয়েন্ট যোগ হলো তাওহীদ হৃদয়ের নামের পাশে। ফলে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন তিনি। যে কারনে আবাহনীর বিপক্ষে এবারের আসরে ডিপিএলের অলিখিত ফাইনালে খেলা হচ্ছে না মোহামেডান অধিনায়কের।

হৃদয়ের শাস্তির বিয়ষটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন হৃদয়। সবমিলিয়ে এবারের আসরে আট ডিমেরিট পয়েন্ট তাওহীদ হৃদয়ের। যার অর্থ, ৪ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে তাকে। এছাড়া ম্যাচ শেষে ডিমেরিট পয়েন্ট নিয়ে শুনানিতে অংশ না নেয়ায় এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হচ্ছে।’

নিয়ম অনুযায়ী তাই, মঙ্গলবারের অলিখিত ফাইনালে মোহামেডানের জার্সিতে খেলা হবে না হৃদয়ের।

এদিকে আগামী মঙ্গলবার সুপার লিগের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনী-মোহামেডান। সেই ম্যাচে যে দল জিতবে, তাদের হাতেই উঠবে ডিপিএলের এবারের আসরের শিরোপা। পয়েন্ট টেবিলের হিসেব বলছে, ম্যাচটি মোহামেডান জিতলে দুই দলের সমান পয়েন্ট হবে। তবে, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় মোহামেডানের হাতেই উঠবে শিরোপা। আর ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে আবাহনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *