সোমবার , এপ্রিল ২৮ ২০২৫
বাবরকে পেছনে ফেলে কোহলির নতুন রেকর্ড

বাবরকে পেছনে ফেলে কোহলির নতুন রেকর্ড

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। প্রতি ম্যাচেই হেসেই চলেছে তার ব্যাট। সবশেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। এতেই নতুন মাইলফলক গড়ে পেছনে ফেলেছেন পাকিস্তানের তারকা বাবর আজমকে।

রাজস্থানের বিপক্ষে ৫ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। দলটির এই রান পাহাড়ের মূল কারিগর ছিলেন কোহলি। ৭০ রানের দুর্দান্ত ঝকঝকে এক ইনিংস খেলেন কোহলি। তার ৪২ বলের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ২টি ছক্কায়।

এই ম্যাচে ফিফটি করার সঙ্গে সঙ্গেই কোহলি গড়েছেন এক বিশেষ কীর্তি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি ফিফটির মালিক এখন কোহলি। প্রথম ইনিংসে ব্যাট করে ৬২ বার হাফসেঞ্চুরি করেছেন এই তারকা। পেছনে ফেলেছেন পাকিস্তানের বাবর আজমকে। ৬১টি হাফসেঞ্চুরি নিয়ে এতদিন সবার উপরে ছিলেন বাবর।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা খ্যাত ক্রিসে গেইল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫৭টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।৫৫ হাফসেঞ্চুরিতে চতুর্থস্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। আর ৫২ হাফসেঞ্চুরিতে পঞ্চমস্থানে রয়েছেন ইংলিশ ব্যাটার জস বাটলার।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির তালিকায়ও এগিয়ে যাচ্ছেন কোহলি। বর্তমানে ১১১টি হাফসেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এই ম্যাচেই তিনি ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলকে। ১১৭টি হাফসেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার।

বিরাট কোহলির এই ধারাবাহিকতা যে বিশ্ব ক্রিকেটে আবারও আলো ছড়াচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *