সিলেটে ব্যাটিং ব্যর্থতার মাঝে ব্যাটহাতে অনেকটা একাই লড়াই করেছেন জাকের আলি অনিক। এতেই প্রথম বাংলাদেশি হিসেবে সিলেটে অন্যন্য কীর্তি গড়েছেন জাকের আলি অনিক। প্রথম ইনিংসে ২৮ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে বাকি ব্যর্থতায় চাপের মুখে দারুণ ব্যাটিং করেছেন তরুণ এই উইকেট রক্ষক ব্যাটার। ১১১ বলে খেলেছেন ৫৮ রানের ইনিংস।
সিলেটে এই পঞ্চাশ ছোঁয়া ইনিংসে জাকের আলি গড়েছেন একটি কীর্তিও। ক্যারিয়ারের প্রথম চার টেস্টেই পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান তিনি। এর আগে প্রথম তিন টেস্টে এটি করতে পেরেছিলেন ওপেনার জাকির হাসান।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে অভিষেক হয় জাকের আলির। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসেই টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন অভিষিক্ত জাকের।
জাকের আলির ব্যাটিংয়ের এই ধারা জারি থাকে ওয়েস্ট ইন্ডিজ সফরেও। ওই সফরের দুই ম্যাচেও তার ব্যাট থেকে আসে পঞ্চাশছোঁয়া ইনিংস। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচেই দলের বিপদের সময়ে ঢাল হয়ে দাঁড়ান জাকের আলি। ব্যাট হাতে লড়াই চালিয়ে যান। চাপ সরিয়ে দলকে নিয়ে যান স্বস্তির জায়গায়।
ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে অভিষেক ম্যাচে আট নম্বরে নামেন জাকের। সে ম্যাচে জাকেরের ব্যাট থেকে আসে ৫৮ রান। সে ম্যাচে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়েন জাকের।
এরপর ক্যারিবিয়ান সফরে অবশ্য সঙ্গী হিসেবে কাউকেই পাননি উইকেটরক্ষক এই ব্যাটার। প্রথম টেস্টে লেজের সারির ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে ৫৩ রানের ইনিংস খেলেন জাকের। দ্বিতীয়টিতে ৮ চার ৫ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৯১ রান। জাকেরের দুর্দান্ত ওই ইনিংসেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ।
প্রথম তিন টেস্টের ধারাবাহিকতা জিম্বাবুয়ের বিপক্ষেও ধরে রাখলেন জাকের। সিলেটে দলের বিপদে হাল ধরেছিলেন। বাকিদের ব্যর্থতায়ও আশা দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪ চার আর এক ছক্কায় ১১১ বলে ৫৮ রানের ইনিংস খেলেন জাকের।