মেহেদী হাসান মিরাজ আর নাহিদ রানার বোলিংয়ে বিপদ কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তিনশো পার করার আগেই আটকে দিয়েছিল জিম্বাবুয়েকে। তবুও শেষ বিকেলে হতাশা ওপেনার সাদমান ইসলামের আউট। এরপর অবশ্য ধৈর্য্য দেখিয়েছেন মাহমুদুল হাসান জয় আর মুমিনুল হক। এতে আর কোনো উইকেট না হারিয়ে ৫৭ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। অবশ্য জিম্বাবুয়ের চেয়ে এখনো পিছিয়ে ২৫ রানে।
তৃতীয় দিন সকালে আবারো ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। সিলেটে জয়ের জন্য বড় ইনিংস খেলার বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেই আশার কথাই শোনালেন মেহেদী হাসান মিরাজ।
সংবাদ সম্মেলনে এসে মিরাজ জানিয়েছেন সিলেটের উইকেট এখনো ভালো রয়েছে। সেটার সুবিধা নিয়ে রোডেশিয়ানদের বড় রানের লক্ষ্য দিতে চান মিরাজ, ‘এখন যে উইকেট তাতে মনে হয়, আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি… ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, ৩৫০ থেকে যদি ৪০০ রান করার। এটা দলের জন্য অনেক ভালো হবে।’
বাংলাদেশের মাটিতে অন্তত চতুর্থ ইনিংসে তিনশোর উপরে রান তাড়া করা যেকোনো দলের জন্যই কঠিন। সেটাই আরেকবার মনে করিয়ে দিলেন এই অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেওয়া হয়, চতুর্থ ইনিংসে এটা প্রতিপক্ষের জন্য অনেক কঠিন।’
তবে এখনো যে বাংলাদেশের উপর ঝুলছে জিম্বাবুয়ের ২৫ রানের লিড। টাইগারদের প্রথম লক্ষ্য হবে সেটাকে পার করা। জাতীয় দলের সহ-অধিনায়ক বলেন, ‘প্রথমে আমাদের লিডটা পার করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য থাকবে লিড যেন পার করতে পারি। তারপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে যেন একটা স্কোর করতে পারি।’