ইউরোপিয়ান ফুটবল – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com খেলার খবর | খেলার দুনিয়া Tue, 22 Apr 2025 07:07:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8 মাঠে ঢুকে হামজার উপর চড়াও হলেন বার্নলি সমর্থকরা https://www.sportsmirrorbd.com/archives/1225 https://www.sportsmirrorbd.com/archives/1225#respond Tue, 22 Apr 2025 07:06:59 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1225 হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করেছে বার্নলি। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই তাই উদযাপনে মেতে উঠলো বার্নলির দর্শকরা। কিন্তু কিছুক্ষণ পরেই সেটা মাত্রা ছাড়িয়ে গেলো। উদযাপন করতে করতে তারা ঢুকে পড়লো মাঠের মধ্যেই। এতটুকুও ঠিক ছিল, কিন্তু মাঠে তারা অশোভন আচরণ শুরু করে প্রতিপক্ষ শেফিল্ড ইউনাউটেডের ফুটবলারদের সঙ্গে। চড়াও তাদের উপর। বিশেষ …

The post মাঠে ঢুকে হামজার উপর চড়াও হলেন বার্নলি সমর্থকরা appeared first on Sports Mirror BD.

]]>
হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করেছে বার্নলি। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই তাই উদযাপনে মেতে উঠলো বার্নলির দর্শকরা। কিন্তু কিছুক্ষণ পরেই সেটা মাত্রা ছাড়িয়ে গেলো। উদযাপন করতে করতে তারা ঢুকে পড়লো মাঠের মধ্যেই। এতটুকুও ঠিক ছিল, কিন্তু মাঠে তারা অশোভন আচরণ শুরু করে প্রতিপক্ষ শেফিল্ড ইউনাউটেডের ফুটবলারদের সঙ্গে। চড়াও তাদের উপর। বিশেষ করে বাংলাদেশের পোস্টারবয় হামজা চৌধুরীর উপর।

ডেইলি সান জানিয়েছে, সমর্থকরা একটা পর্যায়ে হামজার একেবারে কাছাকাছি গিয়ে উদযাপন শুরু করে। এসময় বার্নলির খেলোয়াড়রাও হামজার বিপক্ষে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হামজা চৌধুরীও। এসময় চিৎকার করতে দেখা যায় তাকে। এগিয়ে যান বার্নলি সমর্থকদের দিকে।

একপর্যায়ে একজন পুলিশ এসে হামজাকে সরিয়ে নেন। হামজার সতীর্থরাও এসময় এগিয়ে আসেন তাকে নিরাপদে সরিয়ে নিতে।

ঘটনাটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন মুহূর্তে মাঠে ঢোকার নিয়ন্ত্রণ আরও শক্ত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। পুরো বিষয়টি নিয়ে ক্লাব ও ইএফএল তদন্ত শুরু করবে বলে জানা গেছে।

এদিকে বার্নলির বিপক্ষে ২-১ গোলে হেরে সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা হচ্ছে না হামজার শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে ফিরতে এখন প্লে-অফ রাউন্ড খেলতে হবে তাদের। ৪ দলের নকআউট পদ্ধতির প্লে-অফ পর্ব থেকে একটি দল সুযোগ পাবে প্রিমিয়ার লিগে খেলার।

সবশেষ ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচই হেরেছে শেফিল্ড। ৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে হামজার শেফিল্ডের পয়েন্ট এখন ৮৬। অন্যদিকে শেফিল্ডকে হারানোর পর বার্নলির পয়েন্ট সমান ম্যাচে ৯৪। লিডসের পয়েন্টও ৯৪। গোল ব্যবধানে শীর্ষে আছে লিডস, বার্নলি দুইয়ে। তিনে থাকা শেফিল্ডের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা।

The post মাঠে ঢুকে হামজার উপর চড়াও হলেন বার্নলি সমর্থকরা appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1225/feed 0
শিরোপা থেকে মাত্র একধাপ দূরে লিভারপুল https://www.sportsmirrorbd.com/archives/968 https://www.sportsmirrorbd.com/archives/968#respond Mon, 21 Apr 2025 07:24:21 +0000 https://www.sportsmirrorbd.com/?p=968 লিভারপুলের শিরোপা জিততে আর দরকার মোটে দুটি জয়। কিন্তু পরের তিনটিই বিগ ম্যাচ; সুপার সিক্সে থাকা টটেনহাম, আর্সেনাল এবং চেলসি। তাই লেস্টারের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার দরকার ছিল ভীষণভাবে। কিন্তু ম্যাচ যাচ্ছিল ড্রয়ের দিকে। ঠিক তখনই ত্রাণকর্তা হয়ে এলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। তার একমাত্র গোলেই জয় লিভারপুলের। অথচ চলতি মৌসুমেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে …

The post শিরোপা থেকে মাত্র একধাপ দূরে লিভারপুল appeared first on Sports Mirror BD.

]]>
লিভারপুলের শিরোপা জিততে আর দরকার মোটে দুটি জয়। কিন্তু পরের তিনটিই বিগ ম্যাচ; সুপার সিক্সে থাকা টটেনহাম, আর্সেনাল এবং চেলসি। তাই লেস্টারের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার দরকার ছিল ভীষণভাবে। কিন্তু ম্যাচ যাচ্ছিল ড্রয়ের দিকে। ঠিক তখনই ত্রাণকর্তা হয়ে এলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। তার একমাত্র গোলেই জয় লিভারপুলের।

অথচ চলতি মৌসুমেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের। গুঞ্জন আছে অলরেডদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফ্রি ট্রান্সফারে স্পেন জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তিনি। আর্নল্ডের এমন সিদ্ধান্তটা মানতে খানিক কষ্টই হচ্ছিল লিভারপুল ভক্তদের। এরই মধ্যে আবার ইনজুরির থাবায় পড়েন তিনি। লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেই অলরেডদের হতাশা দূর করে দিলেন।

ম্যাচের ৭১ মিনিটে কনর ব্র্যাডলির বদলি হিসেবে মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই বাঁ পায়ের শটে গোল পেয়ে যান লিভারপুল ডিফেন্ডার। গোলটা হতে পারতো সালাহ কিংবা ডিয়েগো জোটার। কিন্তু জটলার মাঝে গোল পাননি কেউই। আর ফাঁকায় বল পেয়ে ডেডলক ভাঙ্গেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। গোলের পর বুনো উদ্‌যাপনে মেতে শার্ট খুলে হলুদ কার্ডও দেখেছেন এই ডিফেন্ডার।

কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা থেকে এখন মাত্র একহাত দূরে লিভারপুল। এখন নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে জিতলেই লিগ শিরোপা ঘরে তুলবে লিভারপুল। অবশ্য ২৪ তারিখ ক্রিস্টাল প্যালেস যদি আর্সেনালকে হারিয়ে দেয়, তবে সেদিনই শিরোপা উৎসব করতে পারবে আর্নে স্লটের শিষ্যরা।

লিভারপুলের সর্বশেষ জয়ে অবনমিত হয়ে গেছে লেস্টার সিটি। আগামী মৌসুমে তারা খেলবে চ্যাম্পিয়নশিপ লিগে। ৩৩তম ম্যাচে ২৩ হারের স্বাদ পাওয়া লেস্টারের পয়েন্ট ১৮। অবনমনে সাউদাম্পটনের সঙ্গী হলো লেস্টার। তৃতীয় দল হিসেবে রেলিগেশন হতে পারে ইপসউইচ টাউন। ৩৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে দলটি।

The post শিরোপা থেকে মাত্র একধাপ দূরে লিভারপুল appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/968/feed 0
হাতছোঁয়া দূরত্বে বায়ার্নের শিরোপা-উৎসব https://www.sportsmirrorbd.com/archives/730 https://www.sportsmirrorbd.com/archives/730#respond Sun, 20 Apr 2025 17:50:59 +0000 https://www.sportsmirrorbd.com/?p=730 গত মৌসুমে বায়ার্নের ১১ বছরের ধারাবাহিকতায় ছেদ টেনে শিরোপা জিতেছিল বায়ার লেভারকুসেন। সেটা একটু যেন বেশিই আত্মসম্মানে লেগেছিল বায়ার্নের। তাই পরের মৌসুমেই ঘুরে দাঁড়াল তারা। শিরোপা জয়ের পথে ছাড়িয়ে গেল সবাইকে। জার্মান বুন্দেসলিগার ৩৪তম শিরোপা জয় থেকে মাত্র হাতছোঁয়া দূরত্বে রয়েছে জার্মানির ক্লাবটি । শনিবার রাতে তলানির দিকের দল এফসি হেইডেনহেইমকে নিয়ে ছেলেখেলা করে সেই …

The post হাতছোঁয়া দূরত্বে বায়ার্নের শিরোপা-উৎসব appeared first on Sports Mirror BD.

]]>
গত মৌসুমে বায়ার্নের ১১ বছরের ধারাবাহিকতায় ছেদ টেনে শিরোপা জিতেছিল বায়ার লেভারকুসেন। সেটা একটু যেন বেশিই আত্মসম্মানে লেগেছিল বায়ার্নের। তাই পরের মৌসুমেই ঘুরে দাঁড়াল তারা। শিরোপা জয়ের পথে ছাড়িয়ে গেল সবাইকে। জার্মান বুন্দেসলিগার ৩৪তম শিরোপা জয় থেকে মাত্র হাতছোঁয়া দূরত্বে রয়েছে জার্মানির ক্লাবটি ।

শনিবার রাতে তলানির দিকের দল এফসি হেইডেনহেইমকে নিয়ে ছেলেখেলা করে সেই পথ সুগম করেছে হ্যারি কেইনরা। প্রতিপক্ষের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

এই জয়ের ফলে ৩০ ম্যাচে নিজেদের নামের পাশে ৭২ পয়েন্ট যুক্ত করল বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেনের পয়েন্ট ৬৩। চলতি মৌসুমের চ্যাম্পিয়নদের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান তৈরি করল বায়ার্ন মিউনিখ। যদিও লেভারকুসেন খেলেছে ২৯ ম্যাচ।

রোববার রাতে তারা মুখোমুখি হয়েছে সেন্ট পাওলির। এ ম্যাচ জিতলেও বায়ার্নকে ছোঁয়ার সাধ্য নেই তাদের। তবে যদি লেভারকুসেন হেরে যায়, তাহলে পরের ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন বায়ার্ন। আর যদি লেভারকুসেন জিতে যায়, তাহলে বায়ার্নের শিরোপা নিশ্চিত করতে প্রয়োজন আরও দুটি জয়। লিগে বাকি আছে আর মাত্র চার রাউন্ড ম্যাচ।

হেইডেনহেইমের মাঠে গিয়ে ৩৬ মিনিটের মধ্যেই ০-৩ গোলে এগিয়ে যায় বায়ার্ন। যার মধ্যে একটি গোল ছিল হ্যারি কেইনের। ইংলিশ এই তারকা আরও গোল পেতে পারতেন। তবে ৫৬তম মিনিটে শেষ গোল করার পর স্বাগতিকদের জালে আর বল জড়াতে পারেনি ভাবারিয়ানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বায়ার্ন। সফলতা পেতে সময় লাগেনি। ম্যাচের ১৩ মিনিটেই গোলের সূচনা করেন হ্যারি কেইন। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনরাড ল্যাইমার। ম্যাচের ৩৬তম মিনিটে কিংসলে কোম্যান তৃতীয় গোল করেন। ৫৬তম মিনিটে চতুর্থ গোলটি করেন জসুয়া কিমিচ।

ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘আমি জানি এখন সবাই বলবে যে, বায়ার্নের জন্য এখানে এভাবে জেতা তো স্বাভাবিক। কিন্তু আমি জানি, যদি আপনি হেইডেনহেইমের শেষ ম্যাচগুলো দেখে থাকেন, যেমন বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচটা। তাহলে দেখবেন প্রতিপক্ষের জন্য সেটা কতটা কঠিন ছিল। আমি জানতাম যে জয়টা সহজ হবে না।’

The post হাতছোঁয়া দূরত্বে বায়ার্নের শিরোপা-উৎসব appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/730/feed 0