আমেরিকান ফুটবল – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com খেলার খবর | খেলার দুনিয়া Wed, 23 Apr 2025 20:30:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8 নেইমারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন : যা বললেন সান্তোস প্রেসিডেন্ট https://www.sportsmirrorbd.com/archives/1244 https://www.sportsmirrorbd.com/archives/1244#respond Wed, 23 Apr 2025 20:30:25 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1244 গত জানুয়ারীতে সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে নাম লেখান নেইমার জুনিয়র। দলটির সাথে ৬ মাসের চুক্তি করেন নেইমার। সেসময় শোনা যায়, এরপর আবারো ইউরোপের কোনো ক্লাবে পাড়ি জমাবেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ইনজুরি সবকিছু এলোমেলো করে দিচ্ছে। সান্তোসে আসার পরে ইতোমধ্যেই দুইবার ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন নেইমার। তাই গুঞ্জন উঠেছে নেইমারের …

The post নেইমারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন : যা বললেন সান্তোস প্রেসিডেন্ট appeared first on Sports Mirror BD.

]]>
গত জানুয়ারীতে সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে নাম লেখান নেইমার জুনিয়র। দলটির সাথে ৬ মাসের চুক্তি করেন নেইমার। সেসময় শোনা যায়, এরপর আবারো ইউরোপের কোনো ক্লাবে পাড়ি জমাবেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ইনজুরি সবকিছু এলোমেলো করে দিচ্ছে। সান্তোসে আসার পরে ইতোমধ্যেই দুইবার ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন নেইমার। তাই গুঞ্জন উঠেছে নেইমারের ভবিষ্যৎ নিয়ে। সেই প্রশ্নের উত্তর অবশ্য দিয়েছেন সান্তোস এফসির প্রেসিডেন্ট টেইক্সেইরা।

সান্তোসে নেইমার ভবিষ্যৎ নিয়ে গ্লোবো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন, সান্তোসের প্রেসিডেন্ট টেইক্সেইরা। অন্তত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি নেইমার সান্তোসে থাকবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

টেইক্সেইরা বলেন, ‘আমাদের আলোচনার ভিত্তিতে বলা যায়, যদি সে (নেইমার) চায় এবং সান্তোসও চায়, তাহলে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করার একটি খুব ভালো সম্ভাবনা রয়েছে। এটি মূল প্রকল্প, ছয় মাসের জন্য এবং বর্তমান পরিস্থিতি ও যা কিছু ঘটছে (নেইমারের ইনজুরি) তা বিবেচনায় নিয়ে বলা যায়, চুক্তি নবায়নের সম্ভাবনা খুবই ভালো।

নেইমারের ইনজুরি নিয়ে সান্তোস প্রেসিডেন্ট বলেন, ‘(নেইমারের চোট) কোনও লাভ নেই। তবে আমাদের যে প্রকল্পটি আছে, তা তার খেলার উপর নির্ভরশীল নয়। আমাদের প্রকল্পের ধারাবাহিকতা, লাভ-ক্ষতি এবং নেইমার থাকলে কী উপকার হবে, তা বিশ্লেষণ ও মূল্যায়ন করতে হবে। আমরা সবসময় নেইমারকে সঙ্গে রাখতে চাই। সে এখন ফিটনেস বাড়ানোর কাজ করছে। আমরা আশাবাদী, খুব দ্রুতই সে আবারো মাঠে ফিরবে।’

সর্বশেষ আতলেতিকো মিনেইরোর বিপক্ষে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। সেই ম্যাচে মাত্র ৩৪ মিনিট পরেই হ্যামিস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে কান্না করতে করতে মাঠ ছাড়েন নেইমার। এসময় দর্শক থেকে শুরু করে প্রতিপক্ষের খেলোয়াড়রা এসে সান্তনা দেন তাকে।

এর আগে প্রায় দুই বছর এসিএল ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। লম্বা সময় পরে আল হিলালের জার্সি ফিরলেও দুই ম্যাচ পরেই আবারো মাঠ ছেড়েছিলেন ইনজুরি নিয়ে। এরপর আর নেইমারকে দলে রাখতে আগ্রহ দেখায়নি সৌদি আরবের ক্লাবটি। নেইমারও আর থাকতে চাননি মধ্যপ্রাচ্যের দেশটিতে।

চলতি বছরের জুন পর্যন্ত আল হিলালের সাথে নেইমারের চুক্তি মেয়াদ ছিল নেইমারের। কিন্তু দুই পক্ষের আলোচনার ভিত্তিতে জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে শৈশবের ক্লাব সান্তোসে নাম লেখান নেইমার। প্রথম দফায় ৬ মাসের জন্য চুক্তি করেন নেইমার।

The post নেইমারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন : যা বললেন সান্তোস প্রেসিডেন্ট appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1244/feed 0
রেকর্ড দর্শক হাসিয়ে মিয়ামির জয়-উৎসব https://www.sportsmirrorbd.com/archives/733 https://www.sportsmirrorbd.com/archives/733#respond Sun, 20 Apr 2025 17:54:11 +0000 https://www.sportsmirrorbd.com/?p=733 মেজর লিগ সকালে (এমএলএস) লিওনেল মেসির খেলা মানেই দর্শকদের উপচে পড়া ভিড়। মাঠে বসে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের খেলা দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা। বিপত্তিটা বাধে এখানেই। ইন্টার মিয়ামির ম্যাচ ছিল কলম্বাস ক্রুর ঘরের মাঠে। যে মাঠের ধারণ ক্ষমতা ২০ হাজারের একটু বেশি। কিন্তু লিওনেল মেসিকে দেখতে উৎসুক দর্শকের সংখ্যা তো অনেক বেশি! উপায় …

The post রেকর্ড দর্শক হাসিয়ে মিয়ামির জয়-উৎসব appeared first on Sports Mirror BD.

]]>
মেজর লিগ সকালে (এমএলএস) লিওনেল মেসির খেলা মানেই দর্শকদের উপচে পড়া ভিড়। মাঠে বসে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের খেলা দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা। বিপত্তিটা বাধে এখানেই। ইন্টার মিয়ামির ম্যাচ ছিল কলম্বাস ক্রুর ঘরের মাঠে। যে মাঠের ধারণ ক্ষমতা ২০ হাজারের একটু বেশি। কিন্তু লিওনেল মেসিকে দেখতে উৎসুক দর্শকের সংখ্যা তো অনেক বেশি!

উপায় না দেখে ম্যাচটি সরিয়ে নেওয়া হলো কলম্বাস শহরের ১৪৫ কিলোমিটার উত্তরে হান্টিংটন ব্যাংক ফিল্ড-এ। ন্যাশনাল ফুটবল লিগের দল ক্লিভল্যান্ড ব্রাউন্সের এই স্টেডিয়ামও কলম্বাস ক্রুর স্বত্বাধিকারী জিমি ও ডি হ্যাসল্যামের মালিকানাধীন। প্রায় সাড়ে ৬৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম অবশ্য পুরোপুরি ভরে উঠল না। তবে দর্শক উপস্থিতির রেকর্ড ঠিক হলো। তাদের জয় তুলে নিয়ে তাদের বিনোদনও দিল মেসিরা।

মেজর লিগ সকারে লড়াইটি ছিল মৌসুমের অপরাজিত দুই দলের। সেটিতে কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়ে লিগের একমাত্র অপরাজিত দল এখন ইন্টার মায়ামি। এ ম্যাচে অবশ্য কোনো গোলের দেখা পাননি লিওনেল মেসি। ম্যাচের একমাত্র গোলটি করেন বেনজামিন ক্রেমাস্কি।

এ নিয়ে ৮ ম্যাচে ৫ জয় আর ৩ ড্রয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিয়ামি। মিয়ামির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট শার্লট এফসি ও সিনসিনাটি এফসির।

মাঠে এ দিন দর্শক ছিল ৬০ হাজার ৬১৪ জন। কলম্বাস ক্রুর ইতিহাসে ঘরের মাঠে যা রেকর্ড। গ্যালারিতে তাকিয়ে অবশ্য বোঝার উপায় ছিল না, কোন দলের ঘরের মাঠ এটি। মায়ামির গোলাপি জার্সি গায়ে দর্শক ছিল ঘরের দলের হলুদ জার্সির দর্শকের প্রায় সমানে সমান। যাকে দেখার জন্য এত উন্মাদনা, সেই মেসি অবশ্য ততটা জ্বলে উঠতে পারেননি।

২৯তম মিনিটে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে গোল প্রায় পেয়েই যাচ্ছিল কলম্বাস। শেষ মুহূর্তে আঙুলের ছোঁয়ায় মায়ামিকে রক্ষা করেন অস্কার উস্তারি। এরপরই ক্রেমাস্কির দুর্দান্ত হেডে এগিয়ে যায় মায়ামি। ২০ বছর বয়সি মিডফিল্ডারের এটি মৌসুমে প্রথম গোল।

৪২তম মিনিটে বক্সের ভেতর বল নিয়ে কারিকুরি করে ডিফেন্ডারকে বিভ্রান্ত করে শট নিয়েছিলেন মেসি, তবে একজনের পায়ে লেগে তা চলে যায় বাইরে। গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন তিনি প্রথমার্ধের যোগ করা সময়ে। প্রায় ২৫ গজ দূর থেকে তার বাঁকানো শট একটুর জন্য বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে কলম্বাস ক্রু বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ করেও সফল হয়নি। তিন দফায় মায়ামিকে রক্ষা করেন গোলকিপার উস্তারি। ক্রুর আক্রমণভাগের ব্যর্থতাও ছিল কিছু। একদম শেষ সময়ে খুব কাছ থেকেও ফাঁকা পোস্টে বল পাঠাতে পারেনি দানিয়েল গজদগ।

The post রেকর্ড দর্শক হাসিয়ে মিয়ামির জয়-উৎসব appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/733/feed 0