টেনিস – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com খেলার খবর | খেলার দুনিয়া Sun, 20 Apr 2025 21:23:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8 বিজয়ের এক যুগের স্বপ্ন পূরণ https://www.sportsmirrorbd.com/archives/736 https://www.sportsmirrorbd.com/archives/736#respond Sun, 20 Apr 2025 17:57:51 +0000 https://www.sportsmirrorbd.com/?p=736 এ বছরই ফেসবুক পেইজে নিজের লেখা ডায়েরির একটি ছবি পোস্ট করেছিলেন এনামুল হক বিজয়। যেখানে লেখা ছিল, ‘২০২৫ এর ওই বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ ১১ বছর ধরে দেখা সেই স্বপ্নটা এবার বাস্তবে পরিণত করলেন এই ওপেনার। লিখলেন এক ইতিহাস- বাংলাদেশিদের মধ্যে স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৫০ সেঞ্চুরির প্রথম এবং …

The post বিজয়ের এক যুগের স্বপ্ন পূরণ appeared first on Sports Mirror BD.

]]>
এ বছরই ফেসবুক পেইজে নিজের লেখা ডায়েরির একটি ছবি পোস্ট করেছিলেন এনামুল হক বিজয়। যেখানে লেখা ছিল, ‘২০২৫ এর ওই বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ ১১ বছর ধরে দেখা সেই স্বপ্নটা এবার বাস্তবে পরিণত করলেন এই ওপেনার। লিখলেন এক ইতিহাস- বাংলাদেশিদের মধ্যে স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৫০ সেঞ্চুরির প্রথম এবং একমাত্র মালিক বিজয়।

বিজয়ের এমন কীর্তির দিনে সেঞ্চুরি ছুঁয়েছেন রনি তালুকদার। ডিপিএলে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী ও মোহামেডান। রনি তালুকদারের সেঞ্চুরিতে ৭ উইকেটে অগ্রণী ব্যাংককে হারিয়েছে মোহামেডান। পারভেজ ইমনের ব্যাটে গুলশানের বিপক্ষে আবাহনীর জয় ৫০ রানে। বিজয়ের ইতিহাস গড়া জয়ে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল মোহামেডান আর অগ্রণী ব্যাক। ৪২ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক । দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ইমরুল। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন অমিত হাসান। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন সাইফউদ্দিন। আর ৩ উইকেট শিকার করেন এবাদত হোসেন।

মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। মোহামেডানকে একাই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রনি তালুকদার। সেঞ্চুরি তুলে নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রনি। তার আগে ১০ চার আর ৫ ছক্কায় ১০০ বলে ১২২ রান করেন তিনি। আনিসুল ইসলাম ইমন করেন ৭৫ রান।

অন্যদিকে, নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। মোহামেডানের তরফ থেকে আপিল করা হলে এক ম্যাচ বাকি থাকতে নিষেধাজ্ঞা উঠে গেছে হৃদয়ের।

বিকেএসপির ৪ নম্বর মাঠে এনামুল বিজয়ের সেঞ্চুরিতে জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। লিজেন্ডস অব রূপগঞ্জের ছুঁড়ে দেওয়া ২২৪ রান তাড়া করতে নেমে ৩ উইকেটের হারিয়ে জয় তুলে নেয় গাজী। সেঞ্চুরির দিনে অনন্য রেকর্ড করেছেন বিজয়। সবমিলিয়ে এই মুহূর্তে ৫০ সেঞ্চুরির মালিক তিনি। যা দেশের হয়ে সর্বোচ্চ।

এনামুলের ৫০ সেঞ্চুরির ২৪টি প্রথম শ্রেণির ক্রিকেটে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সেঞ্চুরি ২৩টি আর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩টি। স্বীকৃত ক্রিকেটে ৫০ সেঞ্চুরি করলেও আন্তর্জাতিক ক্রিকেটে সংখ্যাটা কেবল ৩। তিনটি সেঞ্চুরিই তিনি করেছেন ওয়ানডেতে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এনামুলের সর্বোচ্চ স্কোর ২১৬। লিস্ট ‘এ’তে ১৮৪ আর টি-টোয়েন্টিতে ১০৫।

দিনের আরেক ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫০ রানের জয় পেয়েছে আবাহনী। পারভেজ হোসেন ইমনের ৮৩ রানে ভর করে ২৭৮ রান সংগ্রহ করে আবাহনী। জবাবে ব্যাট করতে নেমে ২২৮ রানে থামে গুলশানের ইনিংস। নিহাদুজ্জামানের ৮২ রান ছাড়া বড় স্কোর করতে পারেননি কেউই। এই জয়ে পয়েন্ট টেবিলে ভালোভাবেই নাম্বার একের জায়গা পোক্ত করলো আবাহনী।

The post বিজয়ের এক যুগের স্বপ্ন পূরণ appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/736/feed 0
রেকর্ড দর্শক হাসিয়ে মিয়ামির জয়-উৎসব https://www.sportsmirrorbd.com/archives/733 https://www.sportsmirrorbd.com/archives/733#respond Sun, 20 Apr 2025 17:54:11 +0000 https://www.sportsmirrorbd.com/?p=733 মেজর লিগ সকালে (এমএলএস) লিওনেল মেসির খেলা মানেই দর্শকদের উপচে পড়া ভিড়। মাঠে বসে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের খেলা দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা। বিপত্তিটা বাধে এখানেই। ইন্টার মিয়ামির ম্যাচ ছিল কলম্বাস ক্রুর ঘরের মাঠে। যে মাঠের ধারণ ক্ষমতা ২০ হাজারের একটু বেশি। কিন্তু লিওনেল মেসিকে দেখতে উৎসুক দর্শকের সংখ্যা তো অনেক বেশি! উপায় …

The post রেকর্ড দর্শক হাসিয়ে মিয়ামির জয়-উৎসব appeared first on Sports Mirror BD.

]]>
মেজর লিগ সকালে (এমএলএস) লিওনেল মেসির খেলা মানেই দর্শকদের উপচে পড়া ভিড়। মাঠে বসে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের খেলা দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা। বিপত্তিটা বাধে এখানেই। ইন্টার মিয়ামির ম্যাচ ছিল কলম্বাস ক্রুর ঘরের মাঠে। যে মাঠের ধারণ ক্ষমতা ২০ হাজারের একটু বেশি। কিন্তু লিওনেল মেসিকে দেখতে উৎসুক দর্শকের সংখ্যা তো অনেক বেশি!

উপায় না দেখে ম্যাচটি সরিয়ে নেওয়া হলো কলম্বাস শহরের ১৪৫ কিলোমিটার উত্তরে হান্টিংটন ব্যাংক ফিল্ড-এ। ন্যাশনাল ফুটবল লিগের দল ক্লিভল্যান্ড ব্রাউন্সের এই স্টেডিয়ামও কলম্বাস ক্রুর স্বত্বাধিকারী জিমি ও ডি হ্যাসল্যামের মালিকানাধীন। প্রায় সাড়ে ৬৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম অবশ্য পুরোপুরি ভরে উঠল না। তবে দর্শক উপস্থিতির রেকর্ড ঠিক হলো। তাদের জয় তুলে নিয়ে তাদের বিনোদনও দিল মেসিরা।

মেজর লিগ সকারে লড়াইটি ছিল মৌসুমের অপরাজিত দুই দলের। সেটিতে কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়ে লিগের একমাত্র অপরাজিত দল এখন ইন্টার মায়ামি। এ ম্যাচে অবশ্য কোনো গোলের দেখা পাননি লিওনেল মেসি। ম্যাচের একমাত্র গোলটি করেন বেনজামিন ক্রেমাস্কি।

এ নিয়ে ৮ ম্যাচে ৫ জয় আর ৩ ড্রয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিয়ামি। মিয়ামির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট শার্লট এফসি ও সিনসিনাটি এফসির।

মাঠে এ দিন দর্শক ছিল ৬০ হাজার ৬১৪ জন। কলম্বাস ক্রুর ইতিহাসে ঘরের মাঠে যা রেকর্ড। গ্যালারিতে তাকিয়ে অবশ্য বোঝার উপায় ছিল না, কোন দলের ঘরের মাঠ এটি। মায়ামির গোলাপি জার্সি গায়ে দর্শক ছিল ঘরের দলের হলুদ জার্সির দর্শকের প্রায় সমানে সমান। যাকে দেখার জন্য এত উন্মাদনা, সেই মেসি অবশ্য ততটা জ্বলে উঠতে পারেননি।

২৯তম মিনিটে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে গোল প্রায় পেয়েই যাচ্ছিল কলম্বাস। শেষ মুহূর্তে আঙুলের ছোঁয়ায় মায়ামিকে রক্ষা করেন অস্কার উস্তারি। এরপরই ক্রেমাস্কির দুর্দান্ত হেডে এগিয়ে যায় মায়ামি। ২০ বছর বয়সি মিডফিল্ডারের এটি মৌসুমে প্রথম গোল।

৪২তম মিনিটে বক্সের ভেতর বল নিয়ে কারিকুরি করে ডিফেন্ডারকে বিভ্রান্ত করে শট নিয়েছিলেন মেসি, তবে একজনের পায়ে লেগে তা চলে যায় বাইরে। গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন তিনি প্রথমার্ধের যোগ করা সময়ে। প্রায় ২৫ গজ দূর থেকে তার বাঁকানো শট একটুর জন্য বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে কলম্বাস ক্রু বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ করেও সফল হয়নি। তিন দফায় মায়ামিকে রক্ষা করেন গোলকিপার উস্তারি। ক্রুর আক্রমণভাগের ব্যর্থতাও ছিল কিছু। একদম শেষ সময়ে খুব কাছ থেকেও ফাঁকা পোস্টে বল পাঠাতে পারেনি দানিয়েল গজদগ।

The post রেকর্ড দর্শক হাসিয়ে মিয়ামির জয়-উৎসব appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/733/feed 0