ক্রিকেট – Sports Mirror BD https://www.sportsmirrorbd.com খেলার খবর | খেলার দুনিয়া Wed, 23 Apr 2025 15:43:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8 সিলেটে জাকের আলির অন্যন্য কীর্তি https://www.sportsmirrorbd.com/archives/1241 https://www.sportsmirrorbd.com/archives/1241#respond Wed, 23 Apr 2025 15:43:33 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1241 সিলেটে ব্যাটিং ব্যর্থতার মাঝে ব্যাটহাতে অনেকটা একাই লড়াই করেছেন জাকের আলি অনিক। এতেই প্রথম বাংলাদেশি হিসেবে সিলেটে অন্যন্য কীর্তি গড়েছেন জাকের আলি অনিক। প্রথম ইনিংসে ২৮ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে বাকি ব্যর্থতায় চাপের মুখে দারুণ ব্যাটিং করেছেন তরুণ এই উইকেট রক্ষক ব্যাটার। ১১১ বলে খেলেছেন ৫৮ রানের ইনিংস। সিলেটে এই পঞ্চাশ ছোঁয়া ইনিংসে জাকের …

The post সিলেটে জাকের আলির অন্যন্য কীর্তি appeared first on Sports Mirror BD.

]]>
সিলেটে ব্যাটিং ব্যর্থতার মাঝে ব্যাটহাতে অনেকটা একাই লড়াই করেছেন জাকের আলি অনিক। এতেই প্রথম বাংলাদেশি হিসেবে সিলেটে অন্যন্য কীর্তি গড়েছেন জাকের আলি অনিক। প্রথম ইনিংসে ২৮ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে বাকি ব্যর্থতায় চাপের মুখে দারুণ ব্যাটিং করেছেন তরুণ এই উইকেট রক্ষক ব্যাটার। ১১১ বলে খেলেছেন ৫৮ রানের ইনিংস।

সিলেটে এই পঞ্চাশ ছোঁয়া ইনিংসে জাকের আলি গড়েছেন একটি কীর্তিও। ক্যারিয়ারের প্রথম চার টেস্টেই পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান তিনি। এর আগে প্রথম তিন টেস্টে এটি করতে পেরেছিলেন ওপেনার জাকির হাসান।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে অভিষেক হয় জাকের আলির। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসেই টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন অভিষিক্ত জাকের।

জাকের আলির ব্যাটিংয়ের এই ধারা জারি থাকে ওয়েস্ট ইন্ডিজ সফরেও। ওই সফরের দুই ম্যাচেও তার ব্যাট থেকে আসে পঞ্চাশছোঁয়া ইনিংস। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচেই দলের বিপদের সময়ে ঢাল হয়ে দাঁড়ান জাকের আলি। ব্যাট হাতে লড়াই চালিয়ে যান। চাপ সরিয়ে দলকে নিয়ে যান স্বস্তির জায়গায়।

ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে অভিষেক ম্যাচে আট নম্বরে নামেন জাকের। সে ম্যাচে জাকেরের ব্যাট থেকে আসে ৫৮ রান। সে ম্যাচে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়েন জাকের।

এরপর ক্যারিবিয়ান সফরে অবশ্য সঙ্গী হিসেবে কাউকেই পাননি উইকেটরক্ষক এই ব্যাটার। প্রথম টেস্টে লেজের সারির ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে ৫৩ রানের ইনিংস খেলেন জাকের। দ্বিতীয়টিতে ৮ চার ৫ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৯১ রান। জাকেরের দুর্দান্ত ওই ইনিংসেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ।

প্রথম তিন টেস্টের ধারাবাহিকতা জিম্বাবুয়ের বিপক্ষেও ধরে রাখলেন জাকের। সিলেটে দলের বিপদে হাল ধরেছিলেন। বাকিদের ব্যর্থতায়ও আশা দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪ চার আর এক ছক্কায় ১১১ বলে ৫৮ রানের ইনিংস খেলেন জাকের।

The post সিলেটে জাকের আলির অন্যন্য কীর্তি appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1241/feed 0
অল্প রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ : সহজ লক্ষ্য জিম্বাবুয়ের https://www.sportsmirrorbd.com/archives/1238 https://www.sportsmirrorbd.com/archives/1238#respond Wed, 23 Apr 2025 07:27:42 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1238 জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও অল্প রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ। গত দুদিন সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ আর মুমিনুল তিনশো রানের কথা বললেও তার ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ। জাকের আলী অনিকের লড়াইয়ে কোনোমতে আড়াইশো রান পার করতে পেরেছে। এতে রোডেশিয়ানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৩ রান। আগের দিন অপরাজিত ছিলেন জাকের আলী অনিক আর অধিনায়ক নাজমুল …

The post অল্প রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ : সহজ লক্ষ্য জিম্বাবুয়ের appeared first on Sports Mirror BD.

]]>
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও অল্প রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ। গত দুদিন সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ আর মুমিনুল তিনশো রানের কথা বললেও তার ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ। জাকের আলী অনিকের লড়াইয়ে কোনোমতে আড়াইশো রান পার করতে পেরেছে। এতে রোডেশিয়ানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৩ রান।

আগের দিন অপরাজিত ছিলেন জাকের আলী অনিক আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু এদিন শুরুতেই ফিরে যান শান্ত। দিনের দ্বিতীয় বলেই পুল শটে খেলতে চেয়েছিলেন তিনি। তবে টাইমিংয়ে গড়বড় করে ফেলায়, ব্যাটের ওপরের কানায় লেগে ক্যাচ উঠে যায় লং লেগে। অনেকটা দৌড়ে এসে ক্যাচ নেন নিয়াগুচি। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই ফিরেন শান্ত।

বাংলাদেশের বিপদের ঘনঘটা শুরু তখন থেকেই। এরপর যেনো তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। ব্লেসিং মুজারাবানি আর এনগারাবার পেস আগুনে পুড়েছে মেহেদী মিরাজ, তাইজুল ইসলামরা। এই দুজনের আউটের মাঝের ব্যবধান মোটে ৮ বল।

এ নিয়ে টানা দুই ইনিংসেই ব্যাটহাতে ব্যর্থ মেহেদী হাসান মিরাজ। ১৬ বল খেলে ১১ রানে মুজারাবানির শর্ট লেন্থের বলে গালিতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। চতুর্থ দিনে স্কোরবোর্ডে ১৮ রান যোগ করতেই দুই উইকেট মুজারাবানির দখলে। মুজারাবানির দেখাদেখি উইকেট পেয়েছেন এনগারাভাও। এই পেসারের বলে তাইজুল ক্যাচ দিয়েছিলেন উইকেটকিপার মায়াভোকে।

এরপর একপ্রান্ত আগলে রাখা জাকের আলীকে বেশিছুটা সময় সঙ্গে দিয়েছে হাসান মাহমুদ। ৫৮ বল ক্রিজে ছিলেন তিনি। স্কোরবোর্ডে যোগ করেছিলেন ১২টি রান। মুজারাবানির ক্যাচ বানিয়ে ওয়েলিংটন মাসাকাদজা তাকে ফেরানোর পরই দাঁড়াতে দেননি খালেদ আহমেদকেও।

আর হাফসেঞ্চুরি পার করা জাকের আলী অনিককে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসে সিল মেরে দেন মুজারাবানি। একপ্রান্ত আগলে রাখা জাকের খেলেছেন ৫৮ রানের ইনিংস। বাংলাদেশের ইনিংস থেমেছে ২৫৫ রানে।

The post অল্প রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ : সহজ লক্ষ্য জিম্বাবুয়ের appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1238/feed 0
আইসিসি র‍্যাঙ্কিং : সেরা দশে নাহিদা, উন্নতি হয়েছে শারমিন ও রিতুর https://www.sportsmirrorbd.com/archives/1235 https://www.sportsmirrorbd.com/archives/1235#respond Tue, 22 Apr 2025 18:20:17 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1235 নারী বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের দুই জয়ের অন্যতম নায়ক রিতু মনি। ব্যাট হাতে এক ম্যাচে তাকে আবার সঙ্গ দিয়েছিলেন নাহিদা আক্তার। তবে পুরো টুর্নামেন্টজুড়েই বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের সহ-অধিনায়ক। আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেটারই এবার পুরস্কার পেলেন নাহিদা আক্তার আর রিতু মনি। অন্যদিকে ব্যাটহাতে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন শারমিন আক্তার সুপ্তাও। গতকাল নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ …

The post আইসিসি র‍্যাঙ্কিং : সেরা দশে নাহিদা, উন্নতি হয়েছে শারমিন ও রিতুর appeared first on Sports Mirror BD.

]]>
নারী বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের দুই জয়ের অন্যতম নায়ক রিতু মনি। ব্যাট হাতে এক ম্যাচে তাকে আবার সঙ্গ দিয়েছিলেন নাহিদা আক্তার। তবে পুরো টুর্নামেন্টজুড়েই বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের সহ-অধিনায়ক। আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেটারই এবার পুরস্কার পেলেন নাহিদা আক্তার আর রিতু মনি। অন্যদিকে ব্যাটহাতে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন শারমিন আক্তার সুপ্তাও।

গতকাল নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানেই দেখা যায়, বোলারদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। ১০ নম্বরে থাকা নাহিদা এখন তার সেরা অবস্থান থেকে মাত্র ৩ ধাপ দূরে।

অন্যদিকে, ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২১তম স্থানে শারমিন আক্তার সুপ্তা। আর ১৫ ধাপ উন্নতি করেছেন রিতু, বর্তমানে টাইগ্রেস এই পেস অলরাউন্ডারের অবস্থান ৭৩তম।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ জয়ের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন নাহিদা। ৪০ রানে ৪ উইকেট নেন তিনি। পরে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে একটি করে শিকার ধরেন বাঁহাতি স্পিনার। এই পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন নাহিদা। ক্যারিয়ার সেরা ৬১৮ রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি।

একধাপ উন্নতি করে ২২তম স্থানে উঠে এসেছে লেগস্পিনার রাবেয়া খান। ফাহিমা খাতুনের (৪৬তম) উন্নতি দুই ধাপ। সবশেষ তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৯ নম্বরে পেসার মারুফা আক্তার।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। আর ব্যাটারদের মধ্যে শীর্ষে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।

অনেকদিন ধরেই ধারাবাহিক পারফর্মার শারমিন আক্তার। প্রথম ম্যাচেই থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ছিলেন ৯৪ রানে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে করেন ২৪ রান। স্কটল্যান্ডের বিপক্ষে ৭ চারে ৫৭ রানের ইনিংস খেলেন শারমিন। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ১০ চারে ৬৭ রান আসে তার ব্যাট থেকে। পাকিস্তানের বিপক্ষে করতে পারেন ৪টি চারে ২৪ রান।

ব্যাট হাতে আলো ছড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশেও জায়গা করে নেন শারমিন। এবার র‍্যাঙ্কিংয়েও অগ্রগতি হলো তার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে দুই ধাপ নিচে নেমে যাওয়া নিগার সুলতানা (১৯তম স্থান)।

ওই তিন ম্যাচে যথাক্রমে ১২, ১৫ ও ৪৮ রান করে বড় লাফ দিয়েছেন রিতু। ৬ ধাপ এগিয়ে ৮৫তম স্থানে মারুফা। মেয়েদের সেরা ওয়ানডে অলরাউন্ডার অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।

The post আইসিসি র‍্যাঙ্কিং : সেরা দশে নাহিদা, উন্নতি হয়েছে শারমিন ও রিতুর appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1235/feed 0
চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন তাসকিন https://www.sportsmirrorbd.com/archives/1231 https://www.sportsmirrorbd.com/archives/1231#respond Tue, 22 Apr 2025 15:45:51 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1231 সিলেট টেস্টে জিম্বাবুয়েকে আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। সেখানে নেই পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারনে প্রথম টেস্টের দলে ছিলেন না তিনি। এবার জানা গেলো, চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না তাকে। চিকি]সার জন্য দেশের বাইরে যাচ্ছেন তাসকিন। বেশকিছু দিন ধরেই গোড়ালির চোটে ভুগছেন এই টাইগার পেসার। …

The post চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন তাসকিন appeared first on Sports Mirror BD.

]]>
সিলেট টেস্টে জিম্বাবুয়েকে আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। সেখানে নেই পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারনে প্রথম টেস্টের দলে ছিলেন না তিনি। এবার জানা গেলো, চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না তাকে। চিকি]সার জন্য দেশের বাইরে যাচ্ছেন তাসকিন।

বেশকিছু দিন ধরেই গোড়ালির চোটে ভুগছেন এই টাইগার পেসার। দেশে পূনর্বাসনের মধ্য দিয়ে গেলেও চোট সারছে না। তাই চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হচ্ছে তাকে। দুয়েক দিনের মধ্যে ডাক্তার দেখাতে ইংল্যান্ডে যাবেন তাসকিন। তার সফর সঙ্গী হবেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তাসকিনের বিদেশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ‘২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের সিরিয়াল নেওয়া হয়েছে, এর আগেই সেখানে থাকবেন তিনি। আমি নিজেও তাসকিনের সঙ্গে যাবো।’

ইংল্যান্ডে চিকিৎসক দেখানোর পরেই সিদ্ধান্ত হবে কবে মাঠে ফিরবেন তাসকিন আহমেদ। বেশ কিছুদিন আগে থেকেই দেশে চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন এই স্পিডস্টার। তাসকিনের এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে।

এর আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ জানিয়েছিলেন, বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক এই বৃদ্ধি নিয়েই চলতে হবে তাসকিনকে। এটা ম্যানেজ করেই খেলতে হবে টাইগার এই পেসারকে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার।

The post চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন তাসকিন appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1231/feed 0
জিম্বাবুয়েকে যে লক্ষ্য দেওয়ার কথা জানালেন মিরাজ https://www.sportsmirrorbd.com/archives/1051 https://www.sportsmirrorbd.com/archives/1051#respond Mon, 21 Apr 2025 20:20:32 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1051 মেহেদী হাসান মিরাজ আর নাহিদ রানার বোলিংয়ে বিপদ কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তিনশো পার করার আগেই আটকে দিয়েছিল জিম্বাবুয়েকে। তবুও শেষ বিকেলে হতাশা ওপেনার সাদমান ইসলামের আউট। এরপর অবশ্য ধৈর্য্য দেখিয়েছেন মাহমুদুল হাসান জয় আর মুমিনুল হক। এতে আর কোনো উইকেট না হারিয়ে ৫৭ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। অবশ্য জিম্বাবুয়ের চেয়ে এখনো পিছিয়ে ২৫ রানে। …

The post জিম্বাবুয়েকে যে লক্ষ্য দেওয়ার কথা জানালেন মিরাজ appeared first on Sports Mirror BD.

]]>
মেহেদী হাসান মিরাজ আর নাহিদ রানার বোলিংয়ে বিপদ কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তিনশো পার করার আগেই আটকে দিয়েছিল জিম্বাবুয়েকে। তবুও শেষ বিকেলে হতাশা ওপেনার সাদমান ইসলামের আউট। এরপর অবশ্য ধৈর্য্য দেখিয়েছেন মাহমুদুল হাসান জয় আর মুমিনুল হক। এতে আর কোনো উইকেট না হারিয়ে ৫৭ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। অবশ্য জিম্বাবুয়ের চেয়ে এখনো পিছিয়ে ২৫ রানে।

তৃতীয় দিন সকালে আবারো ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। সিলেটে জয়ের জন্য বড় ইনিংস খেলার বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেই আশার কথাই শোনালেন মেহেদী হাসান মিরাজ।

সংবাদ সম্মেলনে এসে মিরাজ জানিয়েছেন সিলেটের উইকেট এখনো ভালো রয়েছে। সেটার সুবিধা নিয়ে রোডেশিয়ানদের বড় রানের লক্ষ্য দিতে চান মিরাজ, ‘এখন যে উইকেট তাতে মনে হয়, আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি… ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, ৩৫০ থেকে যদি ৪০০ রান করার। এটা দলের জন্য অনেক ভালো হবে।’

বাংলাদেশের মাটিতে অন্তত চতুর্থ ইনিংসে তিনশোর উপরে রান তাড়া করা যেকোনো দলের জন্যই কঠিন। সেটাই আরেকবার মনে করিয়ে দিলেন এই অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেওয়া হয়, চতুর্থ ইনিংসে এটা প্রতিপক্ষের জন্য অনেক কঠিন।’

তবে এখনো যে বাংলাদেশের উপর ঝুলছে জিম্বাবুয়ের ২৫ রানের লিড। টাইগারদের প্রথম লক্ষ্য হবে সেটাকে পার করা। জাতীয় দলের সহ-অধিনায়ক বলেন, ‘প্রথমে আমাদের লিডটা পার করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য থাকবে লিড যেন পার করতে পারি। তারপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে যেন একটা স্কোর করতে পারি।’

The post জিম্বাবুয়েকে যে লক্ষ্য দেওয়ার কথা জানালেন মিরাজ appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1051/feed 0
প্রাণনাশের শঙ্কা নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাথুরুসিংহে https://www.sportsmirrorbd.com/archives/1043 https://www.sportsmirrorbd.com/archives/1043#respond Mon, 21 Apr 2025 17:44:26 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1043 বাংলাদেশ অধ্যায়ের শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে সবচেয়ে গুরুতর অভিযোগটা ওঠে ২০২৩ ভারত বিশ্বকাপে। ব্যর্থতায় ভরা বিশ্বকাপে নাসুম আহমেদকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছিল হেড কোচের বিরুদ্ধে। যা গণমাধ্যমে প্রকাশ হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন লঙ্কান এই কোচ। যদিও পরে অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তিনি। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিসিবির দায়িত্বে আসেন …

The post প্রাণনাশের শঙ্কা নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাথুরুসিংহে appeared first on Sports Mirror BD.

]]>
বাংলাদেশ অধ্যায়ের শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে সবচেয়ে গুরুতর অভিযোগটা ওঠে ২০২৩ ভারত বিশ্বকাপে। ব্যর্থতায় ভরা বিশ্বকাপে নাসুম আহমেদকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছিল হেড কোচের বিরুদ্ধে। যা গণমাধ্যমে প্রকাশ হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন লঙ্কান এই কোচ। যদিও পরে অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তিনি।

৫ আগস্ট পরবর্তী সময়ে বিসিবির দায়িত্বে আসেন ফারুক আহমেদ। এরপরই ছাঁটাই করা হয় লঙ্কান এই কোচকে। সে সময় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটারকে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন না। সে কারণে যে শাস্তি পেতে হয়, সেটাই হচ্ছে (ছাঁটাই)। এটা আরও আগে হওয়া উচিত ছিল। এখন হয়েছে, আমি খুশি।’

তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার কোড স্পোর্টসের সঙ্গে আলাপকালে ওই ঘটনাকে অস্বীকার করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সেই সঙ্গে তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার অভিযোগ এনে জানিয়েছেন, শেষ সময়ে জীবনের ভয় নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি।

নাসুমের ঘটনা নিয়ে চন্ডিকা হাথুরুসিংহের ভাষ্য, ‘আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি। নিজের আবেগ কখনো খেলোয়াড়দের সামনে প্রকাশ করিনি। হতাশা থেকে হয়তো আমি ডাস্টবিন ছুড়ে ফেলেছি- যেকোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে; কিন্তু যা হয়েছে, তার থেকে এটা একেবারেই আলাদা। এটা আমার ওপর চাপ সৃষ্টি করছে।’

বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের প্রতি অভিযোগও করেছেন হাথুরুসিংহে, ‘জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি কত সুযোগ মিস করেছি। তারা শুধু আমার চুক্তি বাতিল করার চেষ্টা করেছে। এটা নতুন সভাপতির (ফারুক আহমেদ) পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর নিজের ক্যারিয়ার শেষ করে দেওয়ার গুরুতর অভিযোগ এনে লঙ্কান এই কোচ বলেন, ‘ক্রিকেট আমার সবকিছু। কারণ এটাই আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’

হাথুরুসিংহে দাবি করেন, শেষ সময়ে অনেকটা প্রাণভয় নিয়েই বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন তিনি। সাধারণ অবস্থায় বাংলাদেশে নিরাপত্তার জন্য একজন গানম্যান থাকলেও শেষ সময়ে তাও পাননি। এমনকি বাংলাদেশে রাজনৈতিক নেতা-কর্মীর মতো গ্রেপ্তার হওয়ার আশঙ্কাও ছিল লঙ্কান এই হেডকোচের।

হাথুরুর ভাষ্য, ‘আমার উদ্দেশে বাংলাদেশের সিইওর (নিজাম উদ্দিন চৌধুরী) শেষ কথাটি ছিল, আমার চলে যাওয়া উচিত। এ ব্যাপারে বোর্ডের কাউকে কিছু বলার দরকার নেই। ‘আপনার কাছে কি (বিমানের) টিকিট আছে?’ এটা আমার কাছে একটা সতর্কীকরণ সংকেত মনে হলো। তখনই আমি একটু ভয় পেয়ে গেলাম।’

দেশত্যাগের সময়কার কথা উল্লেখ করে এই কোচ বলেন, ‘আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কারণ, আমাকে বাংলাদেশ থেকে বের হতে হবে। আমার এক বন্ধু আমাকে বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন। আমি একটি টুপি ও হুডি পরে ছিলাম, কোনো ধরনের সুরক্ষা ছিল না। সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যরাতের ফ্লাইটে আমি বাংলাদেশ ছেড়েছিলাম।’

The post প্রাণনাশের শঙ্কা নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাথুরুসিংহে appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1043/feed 0
সিলেট টেস্ট : মিরাজের ফাইফারের পরও পিছিয়ে বাংলাদেশ https://www.sportsmirrorbd.com/archives/1040 https://www.sportsmirrorbd.com/archives/1040#respond Mon, 21 Apr 2025 15:41:35 +0000 https://www.sportsmirrorbd.com/?p=1040 আগেরদিন যেভাবে শুরু করেছিল জিম্বাবুয়ের দুই ওপেনার সেটা দেখে মনে হচ্ছিল বাংলাদেশের জন্য বড় বিপদই অপেক্ষা করছে। তবে গতকাল দ্বিতীয় দিনে সেই ধারাটা অব্যাহত রাখতে পারেনি রোডেশিয়ানরা। নাহিদ রানার শুরুর পরে শেষটা করেছেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের ফাইফারে তিনশো পেরুনোর আগেই শেষ হয়েছে জিম্বাবুয়ের ইনিংস। তবে শেষ বিকেলটা স্বস্তিতে পার করতে পারেনি বাংলাদেশ। প্রথম …

The post সিলেট টেস্ট : মিরাজের ফাইফারের পরও পিছিয়ে বাংলাদেশ appeared first on Sports Mirror BD.

]]>
আগেরদিন যেভাবে শুরু করেছিল জিম্বাবুয়ের দুই ওপেনার সেটা দেখে মনে হচ্ছিল বাংলাদেশের জন্য বড় বিপদই অপেক্ষা করছে। তবে গতকাল দ্বিতীয় দিনে সেই ধারাটা অব্যাহত রাখতে পারেনি রোডেশিয়ানরা। নাহিদ রানার শুরুর পরে শেষটা করেছেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের ফাইফারে তিনশো পেরুনোর আগেই শেষ হয়েছে জিম্বাবুয়ের ইনিংস। তবে শেষ বিকেলটা স্বস্তিতে পার করতে পারেনি বাংলাদেশ।

প্রথম ইনিংসে ২৭৩ রানে থেমেছিল জিম্বাবুয়ে। তাতে ৮২ রানের লিড পেয়েছিল সফরকারীরা। শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে এবারও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। এখনো পিছিয়ে ২৫ রানে। ২৮ রান করে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় আর মুমিনুল হক ১৫ রানে।

৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টপঅর্ডারের চিরায়ত ব্যর্থতা আরেকবার উপস্থাপন করেছে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরেন সাদমান ইসলাম। তার ৪ রানে ফেরায় ভাঙে ১৩ রানের উদ্বোধনী জুটি। তবে এরপরে আর কোনো ভুল করেনি মাহমুদুল হাসান জয় আর মুমিনুল হক।

দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন মুমিনুল হক। অভিজ্ঞ এই ব্যাটার এদিন কোনো সুযোগ দেননি। তবে আরেক ওপেনার জয়, ভাগ্যের কারণেই অপরাজিত থেকেছেন। উইকেটের পেছনে তার সহজ ক্যাচ ফেলেছেন মায়াভো। জীবন পেয়ে ইনিংস লম্বা করার চেষ্টা করছেন এই তরুণ ওপেনার।

দ্বিতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৪৪ রান তুলেছেন জয় ও মুমিনুল। তবে এখনো ২৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই আজ সকালে কঠিন সময়ের অপেক্ষা করছে বাংলাদেশি ব্যাটারদের জন্য।

এর আগে গতকাল সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটেও অসহায় আত্মসমর্পণ করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তাতে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানের বেশি করতে পারেনি তারা। এরপর শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশিদের ব্যাটিং শিখিয়েছিলেন দুই রোডেশিয়ান ওপেনার। তাতে কোনো উইকেট হারানো ছাড়াই দিন শেষ করেছিল জিম্বাবুয়ে।

আজ দিনের শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। পাশাপাশি স্পিনাররাও ভালো বোলিং করেছেন। বিশেষ করে মেহেদি হাসান মিরাজ। এই ডানহাতি অফ স্পিনারের ফাইফারে জিম্বাবুয়েকে ২৭৩ রানে থামায় বাংলাদেশ।

আগের দিন ইতিবাচক ব্যাটিং করা বেনেট এদিনও ভালো শুরু করেন। মাত্র ৫৬ বলে তিনি পূর্ণ করেন ফিফটি। তবে তাকে ফিরিয়েই দিনটা শুরু করেন নাহিদ রানা। পরে নাহিদের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় কট বিহাইন্ড হন ৫৬ রান করা ওপেনার। নিকোলাস ওয়েলচকে (২) উইকেটে দাঁড়াতে দেননি হাসান মাহমুদ। মধ্যাহ্ন বিরতির আগে নাহিদের ব্যাক অব লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে কট বিহাইন্ড হন ক্রেইগ আরভাইন।

প্রথম সেশনে মাত্র ৬৬ রানে ৪ উইকেট নিয়ে লিড পাওয়ার আশা জাগায় বাংলাদেশ। কিন্তু ওয়েসলি মাধভেরেকে নিয়ে প্রতিরোধ গড়েন উইলিয়ামস। দায়িত্বশীল ব্যাটিংয়ে আরও একটি পঞ্চাশ করেন দারুণ ফর্মে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান। মাদেভেরেকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন খালেদ আহমেদ।

এরপর শেন উইলিয়ামসকে (৫৯) ফিরিয়ে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। এরপর একে একে নায়াশা মায়াভো (৩৫), ওয়েলিংটন মাসাকাদজা (৬), ব্লেসিং মুজারাবানি (১৭) আর ভিক্টর নিয়াউচিকে (৭) ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন মিরাজ। এর আগে ঘরের মাঠে ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ এই কৃতিত্ব দেখিয়েছিলেন অফ স্পিনার।

The post সিলেট টেস্ট : মিরাজের ফাইফারের পরও পিছিয়ে বাংলাদেশ appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/1040/feed 0
বিজয়ের এক যুগের স্বপ্ন পূরণ https://www.sportsmirrorbd.com/archives/736 https://www.sportsmirrorbd.com/archives/736#respond Sun, 20 Apr 2025 17:57:51 +0000 https://www.sportsmirrorbd.com/?p=736 এ বছরই ফেসবুক পেইজে নিজের লেখা ডায়েরির একটি ছবি পোস্ট করেছিলেন এনামুল হক বিজয়। যেখানে লেখা ছিল, ‘২০২৫ এর ওই বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ ১১ বছর ধরে দেখা সেই স্বপ্নটা এবার বাস্তবে পরিণত করলেন এই ওপেনার। লিখলেন এক ইতিহাস- বাংলাদেশিদের মধ্যে স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৫০ সেঞ্চুরির প্রথম এবং …

The post বিজয়ের এক যুগের স্বপ্ন পূরণ appeared first on Sports Mirror BD.

]]>
এ বছরই ফেসবুক পেইজে নিজের লেখা ডায়েরির একটি ছবি পোস্ট করেছিলেন এনামুল হক বিজয়। যেখানে লেখা ছিল, ‘২০২৫ এর ওই বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ ১১ বছর ধরে দেখা সেই স্বপ্নটা এবার বাস্তবে পরিণত করলেন এই ওপেনার। লিখলেন এক ইতিহাস- বাংলাদেশিদের মধ্যে স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৫০ সেঞ্চুরির প্রথম এবং একমাত্র মালিক বিজয়।

বিজয়ের এমন কীর্তির দিনে সেঞ্চুরি ছুঁয়েছেন রনি তালুকদার। ডিপিএলে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী ও মোহামেডান। রনি তালুকদারের সেঞ্চুরিতে ৭ উইকেটে অগ্রণী ব্যাংককে হারিয়েছে মোহামেডান। পারভেজ ইমনের ব্যাটে গুলশানের বিপক্ষে আবাহনীর জয় ৫০ রানে। বিজয়ের ইতিহাস গড়া জয়ে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল মোহামেডান আর অগ্রণী ব্যাক। ৪২ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক । দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ইমরুল। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন অমিত হাসান। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন সাইফউদ্দিন। আর ৩ উইকেট শিকার করেন এবাদত হোসেন।

মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। মোহামেডানকে একাই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রনি তালুকদার। সেঞ্চুরি তুলে নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রনি। তার আগে ১০ চার আর ৫ ছক্কায় ১০০ বলে ১২২ রান করেন তিনি। আনিসুল ইসলাম ইমন করেন ৭৫ রান।

অন্যদিকে, নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। মোহামেডানের তরফ থেকে আপিল করা হলে এক ম্যাচ বাকি থাকতে নিষেধাজ্ঞা উঠে গেছে হৃদয়ের।

বিকেএসপির ৪ নম্বর মাঠে এনামুল বিজয়ের সেঞ্চুরিতে জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। লিজেন্ডস অব রূপগঞ্জের ছুঁড়ে দেওয়া ২২৪ রান তাড়া করতে নেমে ৩ উইকেটের হারিয়ে জয় তুলে নেয় গাজী। সেঞ্চুরির দিনে অনন্য রেকর্ড করেছেন বিজয়। সবমিলিয়ে এই মুহূর্তে ৫০ সেঞ্চুরির মালিক তিনি। যা দেশের হয়ে সর্বোচ্চ।

এনামুলের ৫০ সেঞ্চুরির ২৪টি প্রথম শ্রেণির ক্রিকেটে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সেঞ্চুরি ২৩টি আর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩টি। স্বীকৃত ক্রিকেটে ৫০ সেঞ্চুরি করলেও আন্তর্জাতিক ক্রিকেটে সংখ্যাটা কেবল ৩। তিনটি সেঞ্চুরিই তিনি করেছেন ওয়ানডেতে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এনামুলের সর্বোচ্চ স্কোর ২১৬। লিস্ট ‘এ’তে ১৮৪ আর টি-টোয়েন্টিতে ১০৫।

দিনের আরেক ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫০ রানের জয় পেয়েছে আবাহনী। পারভেজ হোসেন ইমনের ৮৩ রানে ভর করে ২৭৮ রান সংগ্রহ করে আবাহনী। জবাবে ব্যাট করতে নেমে ২২৮ রানে থামে গুলশানের ইনিংস। নিহাদুজ্জামানের ৮২ রান ছাড়া বড় স্কোর করতে পারেননি কেউই। এই জয়ে পয়েন্ট টেবিলে ভালোভাবেই নাম্বার একের জায়গা পোক্ত করলো আবাহনী।

The post বিজয়ের এক যুগের স্বপ্ন পূরণ appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/736/feed 0
নতুন বোতলে পুরোনো বাংলাদেশই তো! https://www.sportsmirrorbd.com/archives/726 https://www.sportsmirrorbd.com/archives/726#respond Sun, 20 Apr 2025 17:46:53 +0000 https://www.sportsmirrorbd.com/?p=726 ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, এবার নতুন কিছু করে দেখাতে চান তারা। কিন্তু ম্যাচে দেখা গেল, নতুন বোতলে সেই পুরোনো বাংলাদেশকেই। ঘরের মাঠে কাণ্ডজ্ঞানহীন আর হতশ্রী ব্যাটিং উপহার দিয়ে প্রথম দিনেই গুটিয়ে গেছে শান্তরা। শেষ বিকেলে বোলিংয়েও গতির ঝলক দেখাতে পারেনি নাহিদ-খালেদ-হাসান মাহমুদরা। এতে যেন ২০২১ সাল থেকে টেস্ট …

The post নতুন বোতলে পুরোনো বাংলাদেশই তো! appeared first on Sports Mirror BD.

]]>
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, এবার নতুন কিছু করে দেখাতে চান তারা। কিন্তু ম্যাচে দেখা গেল, নতুন বোতলে সেই পুরোনো বাংলাদেশকেই। ঘরের মাঠে কাণ্ডজ্ঞানহীন আর হতশ্রী ব্যাটিং উপহার দিয়ে প্রথম দিনেই গুটিয়ে গেছে শান্তরা। শেষ বিকেলে বোলিংয়েও গতির ঝলক দেখাতে পারেনি নাহিদ-খালেদ-হাসান মাহমুদরা। এতে যেন ২০২১ সাল থেকে টেস্ট জিততে না পারা জিম্বাবুয়েকেই দেখাল জয়ের আশা।

প্রথমে ব্যাট করতে নেমে দিন শেষ করতে পারেনি বাংলাদেশ। চরম ব্যাটিং ব্যর্থতায় গুটিয়ে গেছে মোটে ১৯১ রানেই। জবাব দিতে শেষ বিকেলে আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে ১৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে টেস্টে জিম্বাবুয়ের জন্য এটা ওপেনিং জুটিতে ৬ষ্ঠ সর্বোচ্চ রান। প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ে এখনো পিছিয়ে আছে ১২৪ রানে।

যে পিচে রান তুলতে বাংলাদেশের ব্যাটাররা হিমশিম খেয়েছেন পুরোটা দিন, শেষ বিকেলে সেখানেই ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে বোলারদের শাসন করেছেন বেনেট। ৬ চারের সাহায্যে ৩৭ বলে ৪০ রান তার। বেন কারেন অবশ্য টেস্টই খেলেছেন। ৪৯ বলে করেছেন ১৭ রান। বাংলাদেশ অধিনায়ক চার বোলার ব্যবহার করেও পাননি উইকেটের দেখা।

এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। নিয়াগুচির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন দুই ওপেনার সাদমান এবং জয়। সাদমান ফিরেছেন ১২ রান করে আর জয়ের ব্যাট থেকে এসেছে ১৪ রান।

এরপর আশা দেখাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। এই দুজনের ব্যাট থেকে আসে ৬৬ রানের জুটি। বাংলাদেশের ইনিংসটাকে ১৯১ পর্যন্ত টেনে নেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান এই জুটিরই।

লাঞ্চের পর অবশ্য এত সুসময়ই থাকেনি। দলীয় ৯৮ রানে ফেরেন অধিনায়ক শান্ত। ব্লেসিং মুজারাবানির দিনের প্রথম শিকার তিনি। মুশফিককে নিয়ে মুমিনুল পরের উইকেটে যোগ করেন আরও ২৫ রান। তবে সেখান থেকেই শুরু হয় বিপর্যয়ের। ১২৩ থেকে ১৩৭ রানে যেতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল ৫৬ রান করলেও মুশফিক করেন মোটে ৪ রান। আর মিরাজ আউট হন ১ রান করে।

দলীয় ১৪৬ রানে তাইজুল ইসলাম ফিরে গেলে বড় স্কোরের স্বপ্ন ফিকে হয়ে যাইয় বাংলাদেশের। তবু ৮ম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন জাকের আলী অনিক। তবে সেটা বাংলাদেশকে নিতে পারেনি দুইশ পর্যন্ত। ওয়েসলি মাধেভেরে এবং মুজারাবানি মিলে বাংলাদেশকে আটকে দেন ১৯১ রানেই।

১৯১ রানের এই সংগ্রহ ফিরিয়ে এনেছে বিব্রতকর রেকর্ডও। সবশেষ ২০০১ সালে এমন এক দিন দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকায় সেদিন বাংলাদেশ অলআউট হয় ১০৭ রানে। এরপর আর কখনোই দেশের মাটিতে রোডেশিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে অন্তত ২০০ এর নিচে অলআউট হয়নি টাইগাররা। সেটা হলো একেবারে দুই যুগ পর এসে।

The post নতুন বোতলে পুরোনো বাংলাদেশই তো! appeared first on Sports Mirror BD.

]]>
https://www.sportsmirrorbd.com/archives/726/feed 0